মুহতারাম হজ্জযাত্রী ভাই ও বোনেরা
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ।
আকাবা হজ্জ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে ২০২৫ সালের পবিত্র হজ্জব্রত পালনের জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি । আকাবা হজ্জ গ্রুপ দীর্ঘ ২৫ বৎসরের অধিক কাল থেকে হজ্জযাত্রীগণের খেদমতে নিবেদিত একটি স্বনামধন্য প্রতিষ্ঠান । আল্লাহর মেহমানগণকে উন্নত সেবা প্রদানের মাধ্যমে নির্বিঘ্নে ইবাদতের সুযোগ দান করাই আমাদের লক্ষ্য। দীর্ঘ অভিজ্ঞতার আলোকে হাজী সাহেবানদের নিশ্চিন্তে ইবাদাতের সুবিধার্থে হজ্জের যাবতীয় আরকান আহকাম সঠিক ও সহজভাবে আদায়ের জন্য প্রতি বৎসরের ন্যায় এবারও বিভিন্ন হজ্জ প্যাকেজ প্রোগ্রামের আয়োজন করেছি । প্রতি বছরই বিভিন্ন অবৈধ এজেন্ট ও বিভিন্ন কাফেলার মাধ্যমে বহু সংখ্যক হজ্জযাত্রী প্রতারিত হচ্ছেন। এ সমস্ত এজেন্ট কম মূল্যে বিভিন্ন ধরনের আকর্ষণীয় প্যাকেজে প্রলোভন দেখিয়ে হজ্জযাত্রীদের বিভ্রান্ত ও প্রতারিত করছে। সে জন্য বাস্তবতা ও সত্যতা যাচাই বাছাই করে শুধুমাত্র বৈধ এব সৎ এজেন্সীর প্যাকেজের মাধ্যমে চুক্তিবদ্ধ হয়ে হজ্জে যাবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি । আল্লাহ পাক সকলকে মাবরুর হজ্জ পালনের তাওফিক দান করুন। আমীন ।
মো: মোছলেহ উদ্দিন আলমগীর
স্বত্বাধিকারী, আকাবা ইন্টারন্যাশনাল
হজ্জ লাইসেন্স নং ৩৪৭